1. info@sangbadsaradin.online : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@sangbadsaradin.online : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপদাহে হিট স্ট্রোক থেকে বাঁচতে জন সচেতনতা মূলক কর্মসূচি ঠান্ডা পানির বোতল এবং ওর স্যালাইন বিতরণ মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর মুক্তিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি,মোঃ আশার মনি,র অন্যায়,অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী, মতলব উত্তরে স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কর্ণার উদ্বোধন ব্যাংকে চুরি করতে গিয়ে নৈশপ্রহরীকে খুনের আসামী প্রেমিকা পিবিআই’র হাতে আটক মতলব উত্তরে বন্ধু মহলের ইফতার মাহফিল হযরত গাউছুল আজম বাবাভান্ডারী (ক.)’র ৮৮তম ওরশ শরীফে লাখো ভক্ত জনতার ঢল ‘সন্ত্রাসী ইসরাইলি হামলা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে’ ‘মাইজভান্ডার শরীফ বিশ্বব্যাপী সুফিবাদকে প্রসারিত ও সুদৃঢ় করতে ব্যাপক অবদান রাখছে’ -ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় শীর্ষে আলহাজ্ব গাজী মুক্তার হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় শীর্ষে আলহাজ্ব গাজী মুক্তার হোসেন খুলনাঢ জোড়া হত্যার মামলার প্রধান আসামীসহ ৩ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৬

মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর মুক্তিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি,মোঃ আশার মনি,র অন্যায়,অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী,

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৬ বার

মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুর মতলব উত্তর উপজেলার, সাদুল্লাপুর ইউনিয়নের, উত্তর মুক্তিরকান্দি গ্রামের,আবুল শিকদার এর ছেলে,মোঃ আশার মনি ও মোঃ আবু কালাম, সহ আরো ১০-১৫ জন, মিলে অতর্কিত হামলা চালান, মোঃ আলী মিয়ার ছেলে মোহাম্মদ মানিক এর উপর, ঘটনাস্থলে গিয়ে জানা যায়,উত্তর মুক্তিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি,মোঃ আশার মনি, দীর্ঘদিন যাবত দপ্তরি চাকরির পাশাপাশি স্কুলের সামনে একটি দোকান চালিয়ে আসছেন, দোকানের মালামাল স্কুলে রাখায়, বাধা প্রদান করেন, মোহাম্মদ আলী মিয়া ও তার ছেলে মানিক, তারই সূত্র ধরে, এই হামলার শিকার হন, মোহাম্মদ আলী মিয়া ও তার ছেলে সোলেমান মানিক,
এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,(মোঃ আলী মিয়া)
অভিযোগ সূত্রে জানা যায়, আহত  সোলাইমান মানিক এর বাবা মোহাম্মদ আলী মিয়া বলেন, বিবাদীরা আমাদের একই গ্রামের পাড়া প্রতিবেশি। মোহাম্মদ আশার মনি অত্যান্ত,দুষ্ট, দুচ্চরিত্রের , পর অনিস্টকারী এবং ভয়ংকর সন্ত্রাসী প্রকৃতির লোক , আশার মনি,সহ আরো কয়েকজন লোক সাথে নিয়া,দীর্ঘদিন যাবত অত্র এলাকায় দাঙ্গা হাঙ্গামা সহ অসামাজিক কার্যকলাপ করিয়া আসিতেছে। তাহাদের অপকর্মের বিরুদ্ধে কোন,প্রতিবাদ করিলে, আশার মনি সহ তার সঙ্গ ভঙ্গ  সাথে নিয়া বিভিন্ন ভয়ভীতি সহ মারধর করিয়া থাকে। আশার মনির অন্যায়,অত্যাচারে স্থানীয় লোকজন খুবই অতিষ্ট। মোহাম্মদ আলী মিয়া  আরো বলেন, আমার দুই ছেলে এই অসামাজিক কার্যকলাপে বাধা নিষেধ করাতে,তাদের উপর ক্ষিপ্ত হইয়া সর্বদাই লাঠি সোটা দাও ছেনা নিয়া মারধর করিতে অপচেষ্টা চালাচ্ছে,তার এক পর্যায় ১৫ তারিখ সোমবার আনুমানিক রাত ১১ ঘটিকার সময়, আমার ছেলে মোহাম্মদ সোলাইমান মানিক, কালিপুর বাজার থেকে বাড়ীতে আসার পথে, দপ্তরি মোঃ আশার মনি সহ ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়া পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠি সোটা, লোহার রড, ধারালো লোহার ছেনা ইত্যাদি দেশিয় অস্ত্র সস্ত্রে নিয়ে, মোহাম্মদ মানিক কে, পথরোধ করে।তার পর ধারালো লোহার ছেনাদ্বারা হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া কোপ দিলে মাটিতে পড়ে যায়, তারপরেও প্রাণে মেরে ফেলার জন্য মাটিতে রেখেই এলোপাথা এভাবে কিল ঘুসি মারতে থাকে,তার কাছে  থাকা নগদ ৭,২০০/- (সাত হাজার দুইশত) টাকা সহ ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মূল্যের ১টিএনড্রয়েট মোবাইল ফোন ছিনাইয়া নিয়া যায়। তারপর পরিবারের উপর হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করেন, মোহাম্মদ আশার মনি ও তার দলবল নিয়ে, তারপর, আহত ব্যক্তিদের,মতলব উত্তর উপজেলা,স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে, অবস্থা আশংকা জনক বিধায়
উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে উত্তর মুক্তিরকান্দি ৩৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা  ফরিদা ইয়াসমিন বলেন, আমি দপ্তরি আশার মনি কে কয়েক বার মৌখিক ভাবে  মানা করেছি, যে আপনি দোকানের মালামাল স্কুলে রাখবেন না, স্কুল চলাকালীন অবস্থায় ও ডিউটিরত অবস্থায়, দোকানদারি করা যাবেনা, তিনি আমার কথায়,কোন কর্ণপাত করে  নাই।
আহত  সোলাইমান মানিক বলেন, অএ বিদ্যালয়ের দপ্তরি আশার মনি চাকরীর পাশাপাশি বিদ্যালয়ের সমু্খে একটি মুূদি দোকান করেন, এবং ঐ দোকানের মালামাল বিদ্যালয়ের শ্রেনীক্ষে গোডাউন হিসেবে ব্যাবহার করেন।  আমি এই ঘটনা দেখে দপ্তরী আশার মনিকে শ্রেণিকক্ষে মালামাল রাখার কারন  জিজ্ঞেস করলে,  সে এক পর্যায়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এবং বিভিন্ন লোককে ফোন করে এনে আমাকে অতর্কিতভাবে আঘাত করে। এ বিষয়ে মতলব উত্তর থানায়, মোহাম্মদ আলী মিয়া বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শহীদ হোসেন জানান, এ বিষয়ে, নিয়মিত মামলা রযু হয়েছে আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে,

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৪
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« মার্চ   মে »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2024, All rights reserved.
Theme Customized By BreakingNews